জুমবাংলা ডেস্ক: মেক্সিকোর কেরেতারো শহরে বাংলাদেশ-ভারতের প্রবাসী বাঙালিরা এবার প্রথমবারের মতো আয়োজন করেছে শারদীয় দুর্গাপূজা।
এতে মেক্সিকোর বিভিন্ন শহর থেকে দুই দেশের প্রায় ৩০০ বাঙালি ও সনাতনধর্মীরা উপস্থিত হবেন। এছাড়া স্থানীয় মেক্সিকানরাও এই দুর্গোৎসবে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকদের অন্যতম প্রতিনিধি মেক্সিকো প্রবাসী আবৃত্তিশিল্পী প্রতিতী পর্ণা শাকী।
জানা গেছে, জাতিগত সংস্কৃতির মেলবন্ধন ও ইকোফ্রেনন্ডলি উপকরণ দিয়ে পূজোর প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী কমলেশ দাশ। মেক্সিকো প্রবাসী এই শিল্পী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও চিত্রশিল্পে বেশ দক্ষতা রয়েছে তার।
পূজোয় দশমীর দিন অংশ নেবেন ভারতীয় দতাবাসের সাংস্কৃতিক বিভাগের আধিকারিক ও বাংলাদেশ এম্বেসির রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।