স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী। তবে দুই চিরশত্রু দেশের হলেও নেইমার জুনিয়র-লিওনেল মেসির সম্পর্কটা যেন ঠিক উল্টো। তারকা এই দুই ফুটবলারের বন্ধুত্ব দেখে অনেকেই আফসোস করতে পারেন। দুজনের গভীর সম্পর্কের আরেকটি উদাহরণ দেখিয়েছেন নেইমার।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিন একসাথে খেলেছেন। এরপর ফরাসি ক্লাব পিএসজিতেও দুই বছর সতীর্থ হিসেবে থেকেছেন মেসি-নেইমার। চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসি। আর্জেন্টাইন তারকাকে ‘ভাই’ সম্বোধন করে আবেগঘন এক বিদায় বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন নেইমার। বার্সেলোনার পর বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গে পিএসজিতে জুটি বাঁধেন নেইমার। কিন্তু সময়টা কেবল দুই মৌসুমের জন্যই ছিল।
মেসির বিদায়ে রোববার (৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন নেইমার। পোস্টে মেসির সঙ্গে নিজের একটি ছবিও সংযুক্ত করেন তিনি। তার এ পোস্ট সকলের মন ছুঁয়ে গেছে।
পোস্টে নেইমার লেখেন, ‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি ঠিকই, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরো দুই বছর কাটাতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের। তোমার নতুন পর্যায়ের জন্য শুভকামনা রইল। সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।’
ধারণা করা হচ্ছে ফরাসি ক্লাব ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাবেন মেসি। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।