স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার জয় ছাপিয়ে আলোচনায় রেফারি আন্তোনিও মিগেল। পুরো ম্যাচে ১৮জনকে তিনি হলুদ কার্ড দেখিয়েছেন। যার মাঝে আছেন লিওনেল মেসিও। ম্যাচের মাঝপথে এবং শেষে ডাচ ফুটবলারদের সঙ্গে বারবার ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।
বিষয়টি ভালোভাবে নেয়নি ফিফা। তাই আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়েছে! দোষী সাব্যস্ত হলে দুই দলেরই ১৬ হাজার ডলার জরিমানা হতে পারে।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে দুই দলের ফুটবলাররা বার বার ঝামেলায় জড়িয়ে পড়েন। রেফারি একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একসময় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা বিরোধে জড়ান। আর্জেন্টিনার মার্কোস আকুনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
এমনকী স্বয়ং মেসি নেদারল্যান্ডসের কোচ লুই ফান হালের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ম্যাচে ৮ জন আর্জেন্টাইন ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়েছে। সাধারণত কোনো দল পাঁচটি হলুদ কার্ড দেখলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত করে ফিফা। এ কারণেই আর্জেন্টিনার পাশাপাশি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তদন্ত করা হবে।
– ডেইলি মেইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।