স্পোর্টস ডেস্ক : লা লিগা, লিগ ওয়ান মাতিয়ে এবারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ মাতানোর অপেক্ষায় লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকার নতুন ঠিকানা মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা বিশ্বকাপজয়ী এই তারকার।
আগামী ১৬ জুলাই মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে মেসির।
আর্জেন্টাইন খুদে জাদুকরকে বরণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করে ফেলেছে মেজর লিগ কর্তৃপক্ষ। মেসিকে বরণে কাজে পিছিয়ে নেই মায়ামির স্বত্বাধিকারী খোদ ডেভিড বেকহ্যামও।
মেসিকে বরণ করে নেওয়ার অংশ হিসেবে বিশাল এক ম্যুরাল আঁকা হচ্ছে চুক্তি স্বাক্ষরের ভেন্যুতে। আর সেই ম্যুরাল আঁকায় হাত লাগাতে দেখা গেছে ক্লাবটির যৌথ মালিক বেকহ্যামকে।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, সাবেক ইংলিশ ফরোয়ার্ড ম্যুরালে আঁকা মেসির দাঁত সাদা করছেন।
ভিক্টোরিয়া ওই ভিডিওতে বলেন, ‘আমার মনে হয় ডেভিড মায়ামিতে মেসির ছবি আকঁতে সত্যিই ভালো কাজ করছে। দেখুন, এটা বিশাল। ডেভিড বেকহ্যাম কিছুই করতে পারে না? সে ওখানে ছবি আঁকছে। আমি সত্যিই মুগ্ধ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।