স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা গতকাল রাতে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরার তালিকা প্রকাশ করেছে। ফিফা সদস্যভূক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও মনোনীত কিছু সাংবাদিক ও ভক্তদের ভোটে প্রতি বছরই বর্ষসেরার এই পুরস্কার দেয়া হয়। ২০২১ সালের বর্ষসেরাদের বেছে নিতে এবারও তার ব্যতিক্রম ছিল না। ভোটিংয়ের বিস্তারিত প্রকাশ করতে গিয়ে বেশ কিছু বিস্ময় এবার দেখা গেছে।
অধিনায়ক ও কোচদের ভোটগুলো চূড়ান্ত ভোটের ২৫ শতাংশ হিসেবে গণনা করা হয়। লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহকে পিছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি।
সমর্থকদের ভোট তো বরাবরই প্রিয় তারকাদের দিকেই যায়। তবে সকলের আগ্রহ থাকে জাতীয় দলের অধিনায়করা কাদের ভোট দিলেন সেটা জানার। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, লেভানডফস্কি নেইমাররা কাদের ভোট দিচ্ছেন, সেটা জানার আগ্রহ তো থাকেই।
নিজেদের সেরা তিনে মেসি বা রোনালদো একে অপরকে রাখেননি। পর্তুগালের অধিনায়ক হিসেবে নিজের প্রথম ভোটটা রোনালদো লেভাকেই দিয়েছেন। রোনাল্ডোর চোখে দ্বিতীয় সেরা চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মিডফিল্ডার এনগোলো কান্তে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিও রোনালদোর তালিকায় তৃতীয় সেরা হয়েছেন।
গত নভেম্বরে ব্যালন ডি’অর জিতে মেসি মঞ্চে উঠে বলেছিলেন ২০২০ সালের পারফরম্যান্সের জন্য লেভানডফস্কির ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল। তবে ২০২১ সালে লেভার পারফরম্যান্সে সম্ভবত সন্তুষ্ট হতে পারেননি মেসি। কারণ তার চোখে লেভা সেরা নন, এমনকি তিনেও জায়গা পাননি। মেসির চোখে সেরা হয়েছেন পিএসজি সতীর্থ নেইমার। দুইয়ে আছেন আরেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় সেরা হিসেবে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাকে বেছে নিয়েছেন মেসি।
এদিকে লেভানডফস্কি নিজের সেরা হিসেবে মেসিকে বেছে না নিয়ে জর্জিনিওকে প্রথম স্থানে রেখেছেন। তবে দুই ও তিনে ঠিকই মেসি ও রোনালদোকে রেখেছেন লেভা।
বর্ষসেরার তালিকায় তৃতীয় হওয়া সালাহও মিসরীয় অধিনায়ক হিসেবে সেরা বলেছেন জর্জিনিওকে। আর দুই ও তিনে রেখেছেন মেসি ও লিওয়ানোদোস্কিকে।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তার দলের সুপারস্টার মেসিকে সেরা হিসেবে বেছে নিলেও পর্তুগালের বস ফার্নান্দো সান্তোন তার তালিকায় রোনাল্ডোকে স্থানই দেননি। সান্তোস তার তালিকায় অধিনায়ক রোনালদোর মতো কান্তে, জর্জিনিও ও লেভানডফস্কিকে ভোট দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।