স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারজুড়ে লিওনেল মেসির অসংখ্য গোলের মধ্যে অন্তত ১০০টা রীতিমতো ফ্রেমেই বাঁধিয়ে রাখা যায়। তবে এমন সব গোলের পরও একটা বিশেষ গোল অধরাই রয়ে গিয়েছিল মেসির, বাইসাইকেল কিক থেকে একটা গোল। পিএসজির হয়ে নতুন মৌসুমের শুরুতেই সে আক্ষেপ ঘুচে গেছে তার। ক্লেহমোঁর বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন, যার দ্বিতীয়টি এসেছে বাইসাইকেল কিক থেকে।
শনিবার রাতে ক্লেহমোঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসি-নেইমারের উজ্জ্বল পারফরম্যান্স নজর কেড়েছে পুরো ফুটবল বিশ্বের। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে মেসির বাইসাইকেল কিক থেকে গোল।
এদিন ম্যাচের মাত্র নবম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। পাবলো সারাবিয়ার ক্রসে বল মেসির পায়ে পৌঁছায়। এরপর দারুণ ফ্লিকে বল নেইমারের দিকে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড; দারুণ এক কোণাকুণি শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।
স্বাগতিক ক্লেহমোঁর জালে দ্বিতীয় গোলটি আসে হাকিমির নৈপুণ্যে। ২০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে প্রতিপক্ষের পেনাল্টি অঞ্চলের সামনে বাড়িয়ে দেন নেইমার; সেখানে থাকা মরক্কান মিডফিল্ডার দারুণ শটে বাকি কাজ সারেন।
প্রথমার্ধের ৩৯তম মিনিটে ব্যবধান তিন গুণ করেন মার্কুইনোস। এবার নেইমারের ফ্রি-কিক থেকে পোস্টের সাত গজের মধ্যে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন পিএসজি অধিনায়ক।
দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে ফের তাদের রক্ষণের দেয়াল ভেদ করেন মেসি-নেইমার। এবার মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের দিকে বাড়িয়ে দিয়ে নিজে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এবার লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল পেয়ে বাইসাইকেল কিকে গোল তুলে নেন তিনি। বাকি সময় ক্লেহমোঁ কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।