মেসি কিংবা রোনালদোর হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চান রুনি

রুনি

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের হট ফেবারিট ব্রাজিল এবং আর্জেন্টিনা। বেশিরভাগ ফুটবলবোদ্ধাই এই দুই দল এবং ফ্রান্সকে সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে দেখছেন। সে তুলনায় পর্তুগাল অনেকটাই পিছিয়ে। দলটির মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছন্দে নেই।
রুনি
দীর্ঘ এক যুগ ফুটবলবিশ্ব শাসন করা মেসি-রোনালদোর একটাই দুঃখ- তারা এখনো বিশ্বকাপ জিততে পারেননি। এই দুজনের কারও হাতে কাতার বিশ্বকাপের শিরোপা দেখতে চান ওয়েন রুনি।

বয়সের কারণে এটাই মেসি এবং রোনালদোর শেষ বিশ্বকাপ। শিরোপা জয়ের শেষ সুযোগও বটে। গত বছর ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। এবার মেসির দল ৩৬ বছর পর আরও একটি বিশ্বকাপ জিততে মরিয়া। ২০১৪ সালে শিরোপার খুব কাছে গিয়েছিলেন মেসি। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে তার স্বপ্নভঙ্গ হয়। অন্যদিকে পর্তুগালকে নিয়ে অতটা হাইপ না থাকলেও শক্তিতে তারা খুব একটা পিছিয়ে নেই।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাতকারে ইংল্যান্ডের সাবেক তারকা রুনি বলেন, ‘মেসি কিংবা রোনালদোকে বিশ্বকাপ জিততে দেখলে ভালো লাগাবে। এটি তাদের অবিশ্বাস্য ক্যারিয়ারের যথাযথ সমাপ্তি হবে। মানুষের প্রত্যাশার (চাপ) সামলাতে অভ্যস্ত মেসি। আমি নিশ্চিত, আর্জেন্টিনাকে জেতাতে মেসি সবকিছু করবে, তার সর্বোচ্চ চেষ্টা করবে। ফুটবলে নিজের লেগাসি রেখে যাওয়ার ভাবনা নিশ্চিতভাবেই তার মাঝে কাজ করে। ‘