স্পোর্টস ডেস্ক : ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ‘অলরেড’ খ্যাত এই দলের এমন অর্জনের পেছনে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের কৃতিত্বও রয়েছে অনেক। দলের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ ও সাদিও মানের সঙ্গে তার নামই বেশি উচ্চারিত হয়। আর তাই এবারের ‘ব্যালন ডি অর’ পুরস্কার ফন ডাইকেরই জেতা উচিৎ বলে ইতিমধ্যে দাবি করে বসেছেন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ।
তবে ‘ব্যালন ডি অর’ এর দাবিদার হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবারের ব্যালন ডি অরের জন্য শক্ত দাবিদার তিনিও। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে অন্য সবার তুলনায় কয়েক গুন এগিয়ে আছেন মেসি।
তবে এবার লিভারপুল কোচ ক্লপ বলছেন অন্য কথা। তার মতে, মেসি নয়, এবছর ব্যালন ডি অরের মালিক ফন ডাইকই।
এক্ষেত্রে ক্লপ বলেন, আপনি যদি প্রজন্মের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি অর দিতে চান, তাহলে অবশ্যই মেসিকে দিতে হবে। কারণ বর্তমান প্রজন্মের সেরা খেলোয়াড় মেসি। কিন্তু গত মৌসুমের সেরা খেলোয়াড় কে ছিলো যদি এইটা আমাকে জিজ্ঞেস করা হয় তবে আমি ফন ডাইকেরই নাম বলব।
তিনি আরও বলেন, আমি জানি না পুরস্কারটা কিভাবে দেওয়া হবে। তবে আমি মনে করি, এবার ব্যালন ডি অর ফন ডাইকেরই প্রাপ্য, মেসির নয়। এখন আমাদের অপেক্ষা করতে হবে আসলে কে জিততে পুরস্কারটি।
প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর ফ্রান্সে ব্যালন ডি’অর বিজয়ী ঘোষণা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।