জুমবাংলা ডেস্ক : মেহেরপুরের গাংনীতে ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আরও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি বানী ইসরাইল।
নিহতরা হলেন- গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রোবাসচালক জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে ইমারত নির্মাণ শ্রমিক শাহিন আলী (২৮) ও তার ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)।
আহতরা হলেন, উপজেলার গাড়াডোব গ্রামের উলফা খাতুন, ফজিলা খাতুন, গোলাপি খাতুন ও আলতাফ হোসেন।
নিহত শাহিন আলীর পরিবার জানায়, শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে দুদিন গাংনী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে একটি মাইক্রোবাসে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি নামকস্থানে রাস্তার পাশে থাকা একটি ডাম্প ট্রাককে সরাসরি ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা সাতজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার ফুফু আক্তার বানু নিহত হন। এ ছাড়া চালক জামাল ও শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা নিহত হন।
কিডনি নষ্ট শুনে ছেড়ে চলে গেছেন স্ত্রী, ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি
এ বিষয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, মাইক্রোবাস ও ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। সার্বিক বিষয় পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার গাংনীর তেরাইল ও কামারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মুনতাসির ও সোহাগ নামের দুজন নিহত হয়েছেন। এ নিয়ে গাংনীতে একই দিনে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।