Advertisement
জুমবাংলা ডেস্ক : ভোটের প্রচারণা জমিয়ে তুলেছের আসন্ন ঢাকা উত্তর সিটি কপোরেশন নির্বাচনের প্রার্থী আতিকুল ইসলাম। ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য এবার চা বানিয়ে খাওয়ালেন। দোকানে বসে তিনি ৮ কাপ চা বানান এবং দোকানিকে ৮শ’ টাকা দেন।
সোমবার (১৩ জানুয়ারি) রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল ইসলাম।
হঠাৎ একটি চা দোকানের সামনে গিয়ে কী মনে হলো, চা বানাতে বসে গেলেন তিনি। সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানালেন তিনি। পান করালেন ভোটার ও কর্মীদের। সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তারা।
চা দোকানদার ইয়াসিন জানালেন, ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে বসে চা বানিয়েছে সেটি আমার জন্য গর্বের। আট কাপ চায়ের দাম হিসেবে উনি আটশ টাকা দিয়ে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।