বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কার্বুরেটর যুক্ত বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোক। কার্বুরেটর ইঞ্জিনে বায়ু-জ্বালানির মিশ্রণ তৈরি হওয়া ও তা ইঞ্জিনে প্রবেশ করানো হয় যান্ত্রিকভাবে। আর এ ধরনের যান্ত্রিক প্রযুক্তির মোটরসাইকেলে কার্বুরেটর চোক গুরুত্বপূর্ণ একটি অংশ। চোক সেখানে পরিবেশ ও তাপমাত্রা জনিত সমস্যায় ইঞ্জিনে প্রয়োজনীয় বায়ু-জ্বালানি মিশ্রণ তৈরি করতে কাজ করে।
বাইকে চোক কীভাবে কাজ করে
মোটরসাইকেল চোক হচ্ছে কার্বুরেটরের সঙ্গে যুক্ত একটি পুলিং লিভার। এটা সরাসরি কার্বুরেটরের সঙ্গে কিংবা সামনের হ্যান্ডেলবারে লাগানো থাকলেও ক্যাবলের মাধ্যমে কার্বুরেটরের সঙ্গে সংযুক্ত থাকে। চোক যেখানেইলাগানো থাকুক না কেনো, চোক মূলত কার্বুরেটরের একটি ভাল্বকে নিয়ন্ত্রণ করে এবং এই গোটা প্রক্রিয়াই চোক।
মোটরসাইকেলের চোকের কাজ কী?
এই বিশেষ লিভারটির কাজ হল শীতল আবহাওয়াতে বাইকটিকে স্টার্ট করতে সাহায্য করে। অনেক বাইক দিনের পর দিন একভাবে পড়ে থাকে। সেগুলো তৎক্ষণাৎ চালু করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে এই লিভারের।
এফআই সিস্টেমে চোক থাকে না
বর্তমান বাইকগুলোতে ফুয়েল ইনজেকটেড (এফআই) সিস্টেম যা আগের বাইকের তুলনায় অনেক বেশি অ্যাডভান্সড। কিন্তু পুরনো আমলের বাইকে এই প্রযুক্তি নেই। বদলে রয়েছে কার্বুরেটর সিস্টেম। যার প্রধান কাজ হল ইঞ্জিনে বাতাস এবং জ্বালানির মিশ্রণ পাঠানো।
চোক ধরলে কেন বাইক স্টার্ট নেয়?
এই ধরনের বাইকগুলো স্টার্ট করতে বেশ বেগ পেতে হয়। কিন্তু একটি নবের ফলে দ্রুত বাইক স্টার্ট দেয়। এই ধরনের মোটরসাইকেলে একটি চোক ইনস্টল করা থাকে। যাতে ইঞ্জিন সহজে শুরু হয়। এই চোক নবের কাজ হল বাইকে বেশি করে জ্বালানি পাঠিয়ে ইগনিশন সিস্টেম চালু করা।
বাইকের চোক কোথায় থাকে?
কোনো কোনো বাইকে এই নব হ্যান্ডেলবারে দেখা যায় আবার কিছু মোটরসাইকেলে ফুয়েল ট্যাংকের নিচে। এটি অন/অফ বা উপর নিচ নামানো যায়। অনেক পুরনো বাইকেই এই সিস্টেম রয়েছে। এমনকি পুরনো হিরো স্প্লেন্ডর মোটরসাইকেলেও এই লিভার দেখতে পাবেন।
চোখ অন থাকলে মাইলেজ কমে
চোক নব চাপার পরেই কার্বুরেটর বাতাসের সরবরাহ বন্ধ করে দেয়। যার ফলে ইঞ্জিনে আরও তেল প্রবেশ করতে শুরু করে। এই ভাবে ইগনিশন সিস্টেম দ্রুত কাজ করে এবং বাইক স্টার্ট হতে শুরু করে। কিন্তু এ ক্ষেত্রে বাইক স্টার্ট হওয়ার পরই চোক নব বন্ধ করে দিতে হয়। যা না হলে ইঞ্জিনে অতিরিক্ত জ্বালানি যেতে শুরু করে এবং মাইলেজ কমে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।