Advertisement
গোবন্দিগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধের প্রাণহানি হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জালাল উদ্দিন উপজেলার শাকাহার ইউনিয়নের ফেসকা গ্রামের মৃত ইজারত উল্লাহর ছেলে।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিলন চ্যাটার্জি জানান, সোমবার সকালে জালাল উদ্দিন ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় আসলে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
‘পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।