নিহত গৃহপরিচারিকা জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, বিউটি বেগম জয়পুরহাট শহরের নিকটবর্তী গ্রাম থেকে প্রতিদিন শহরে এসে বিভিন্ন বাড়ি ও বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করে রাতে আবার নিজ বাড়িতে ফিরে যেতেন। এভাবেই অভাবের সংসারে তার পরিবারের জীবন-জীবিকা চলতো।
প্রতিদিনের মতো কাজের সন্ধানে জয়পুরহাট শহরে পায়ে হেঁটে আসার সময় জয়পুরহাটগামী প্রতিবেশী এক মোটরসাইকেলে আরোহীর সঙ্গে বিউটির দেখা হয়। কাজে যেতে দেরি হচ্ছে বলে দ্রুত শহরে যাওয়ার জন্য তিনি অনুরোধ করলে, মোটরসাইকেল আরোহী তাকে পেছনে তুলে নিয়ে জয়পুরহাট শহরে আসছিলেন। পথে জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে ধাক্কা দিলে বিউটি রাস্তার ওপরে পরে যান। পরে ওই বাসের নিচেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।