Advertisement
জুমবাংলা ডেস্ক : নওগাঁর মান্দা উপজেলার জলছাত্রা মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চকউলি গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং তার স্ত্রী শেফালি বেগম (৫৫)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তারেকুর জানান, বিকেলে আব্দুল মান্নান তার স্ত্রী শেফালিকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। পথে জলছাত্রা মোড়ে রাজশাহীগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।