Advertisement
জুমবাংলা ডেস্ক : নীলফামারীতে মোবাইলে কথা বলার সময় ওভারব্রিজ থেকে পড়ে নিয়ালা সরকার লোপা (১৫) নামে এক স্কুলছাত্রীর পা ভেঙে গেছে।
বৃহস্পতিবার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ থেকে এ দুর্ঘটনা ঘটে।
আহত লোপা শহরের কয়ানিজপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম লেবুর মেয়ে। সে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
রেল পুলিশ জানায়, সে মোবাইলফোনে কথা বলতে বলতে জরাজীর্ণ ওভারব্রিজে উঠে হাঁটতে থাকে। একপর্যায়ে ওভারব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত ডাক্তাররা জানান, ওই ছাত্রীর একটি পা ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel