আন্তর্জাতিক ডেস্ক : মোবাইলে অনলাইনে গেম খেলার সময় ব্রজপাতে পুড়ে মা*রা গেছে ফিলিপাইনের দুই কিশোর। দেশটির ক্যামারাইনস নর্তে এলাকার একটি পর্বতে মর্মা*ন্তিক এ দু*র্ঘটনা ঘটেছে। নর্তে পুলিশ বলছে, নিহত দুই কিশোরের বয়স ১৮ বছর। তারা দু’জন চাচাতো ভাই। ঘটনার দিন তারা স্ট্যা এলাকায় বাড়ির বাইরে একটি পর্বতে গিয়ে মোবাইলে অনলাইন গেম খেলছিলেন। স্ট্যার এলেনা এলাকায় মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল হওয়ায় গেম খেলার জন্য তারা ওই পর্বতে যায়।
জিমবয় ম্যাগসিনো লোরা ও জেরিকো লোরা নামের ওই দুই কিশোর পর্বতের একটি গাছের নিচে বসে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাত হয়। পরে তাদের পুরোপুরি পুড়ে যাওয়া ম*রদেহ দু*র্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ওই দুই কিশোরের শরীর আ*গুনে পুরোপুরি ঝলসে গেছে। তাদের ম*রদেহের পাশে পুড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনার দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফ্লোরিডা মহাসড়কে এক সাইক্লিস্ট মোটরসাইকেল চালানোর সময় বজ্রপাতে মা*রা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



