নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় একটি ভাড়া বাসার রান্নাঘর থেকে সুমন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি সিরামিকস কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে কেওয়া পূর্বখণ্ড গ্রামের মামুন নামে এক ব্যক্তির ভাড়া বাসার রান্নাঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সুমন বরিশাল জেলার হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শাজাহান মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় মান্নান কাজীর বাড়িতে ভাড়া থেকে গেটওয়ে সিরামিকস কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সুমন একটি মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর রাতে আর তিনি নিজ বাসায় ফিরে আসেননি। পরদিন সকালে তার ভাড়া বাসার পাশের আরেকটি বাসার রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহতের ছোট ভাই শুভ অভিযোগ করে বলেন, “আমার ভাই সন্ধ্যায় বাসা থেকে কিছু টাকা ও শীতের জমানো অর্থ নিয়ে বাটন ফোন কিনতে বের হয়েছিল। পরে আর সে ফিরে আসেনি। যে জায়গা থেকে তার মরদেহ পাওয়া গেছে, সেটি তার নিজের বাসা নয়। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে আমি থানায় এসেছি।”
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


