বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন শুধু কথা বলাই নয়, জীবনের বিভিন্ন কাজেই এখন নিত্যসঙ্গী। দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় হলেও এই যন্ত্র ব্যবহারের কিছু নানা ঝুঁকি থেকেই যায়। সম্প্রতি এক গবেষণার ফলাফল বলছে, ফোনে অতিরিক্ত কথা বললে মস্তিষ্কে টিউমার হওয়ার আশঙ্কা বাড়ে।
গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে টিউমার তৈরির সম্পর্ক রয়েছে।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কেলি স্কুল অব পাবলিক হেলথের সঙ্গে কোরিয়ার ন্যাশনাল ক্যান্সার সেন্টার ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই গবেষণাটি চালায়।
‘ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়রনমেন্টাল রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, যদি এক হাজার ঘণ্টা অথবা প্রতিদিন প্রায় ১৭ মিনিট ফোনে কথা বলা হয়, আর সেটা একটানা ১০ বছর ধরে চলে তবে মস্তিষ্কে টিউমার হওয়ার ঝুঁকি বাড়ে ৬০ শতাংশ।
আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে মোবাইল বা সেলফোন ব্যবহার ঝুঁকির কারণ হলো, ‘রেডিওফ্রিকোয়েন্সি ওয়েভস’। যা ব্যবহার করে ফোনে কথা বলা হয়। এই বেতার তরঙ্গ শুধু মস্তিষ্কের নয়, মাথা ও ঘাড়ে টিউমার হওয়ারও ঝুঁকি বাড়ায়। কারণ কথা বলার সময় ফোন মাথা, কান, ঘাড় ও গলার কাছাকাছি থাকে।
মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার থেকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়ারও ইঙ্গিত দিয়েছে ‘ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ’। বেশি সময় ধরে উচ্চমাত্রায় সেলফোন ব্যবহার করলে কমে যেতে পারে বীর্যের সংখ্যা ও কর্মশক্তি। হতে পারে মাথাব্যথা। পাশাপাশি শিক্ষা গ্রহণ, স্মরণশক্তি, শ্রবণশক্তি, আচার-আচরণ এবং ঘুমের ওপরেও কুপ্রভাব রাখে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।