স্পোর্টস ডেস্ক : নিজেদের সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে যখন হারছে দিল্লি ক্যাপিট্যালস, তখন দলের সাথে থাকতে পারেন নি হেড কোচ রিকি পন্টিং। হোটেলে তাঁর সঙ্গে থাকা পরিবারের একজনের করোনা ধরা পড়ায় সেদিন হোটেলে আইসোলেশনে ছিলেন পন্টিং।
কিন্তু দলের হারের মুহূর্তে নিজে রাগে-ক্ষোভে-হতাশায় সাবেক এই অজি অধিনায়ক রিমোট ভেঙেছেন, দেয়ালে পানির বোতলও ছুঁড়ে মেরেছেন!
এদিকে পাঁচ দিনের রুম কোয়ারেন্টিন শেষে আবার দলে যোগ দিয়েছেন পন্টিং। আর ফিরেই ওই পাঁচদিনের অভিজ্ঞতা জানালেন পন্টিং, ‘খুবই বিরক্তিকর ছিল। আমার মনে হয় আমি তিন-চারটা রিমোট ভেঙেছি, কয়েকবার হয়তো পানির বোতল দেয়ালে গিয়ে লেগেছে (হাসি)।’
কোচ হয়ে দূরে বসে ম্যাচ দেখতে হওয়ার অসহায়ত্বই ফুটে উঠেছে পন্টিংয়ের পরের কথায়, ‘আপনি কোচ হয়ে যখন সাইডলাইনে থাকছেন, মাঠে কী হচ্ছে না হচ্ছে সেটা আপনি কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারেন। সেটাই যথেষ্ট কঠিন। কিন্তু আপনি যখন (দলের খেলার সময়ে) মাঠেই থাকবেন না, আরও বেশি হতাশা জাগায় সেটি।’
মৌসুমের প্রথম অর্ধেকে তাকিয়ে পন্টিংয়ের হতাশা, ‘বেশ কয়েকবারই বলেছি যে ম্যাচে (৪০ ওভারের মধ্যে) ৩৬-৩৭ ওভার বেশ ভালো কাটছে আমাদের, কিন্তু দুই-তিন ওভারে গিয়ে ম্যাচ হাতছাড়া করে ফেলছি আমরা। এ পর্যায়ের ম্যাচে এতটুকুই পার্থক্য গড়ে দেয়। আমরা মৌসুমের প্রথম অংশে একেবারে সব নিংড়ে দিয়ে বাড়তি অনুশীলন করতে চাই না। চেষ্টা করি আস্তে আস্তে (টুর্নামেন্ট যত শেষের দিকে গড়াবে) অনুশীলনে গতি বাড়াতে। কিন্তু এখন পর্যন্ত আমাদের পারফরম্যান্স হচ্ছে একটা ম্যাচ জিতলে পরেরটা হারি, আরেকটা জিতি। এখন একটা মোমেন্টাম তৈরি করার চেষ্টা করতে হবে আমাদের।’
তব পন্টিং আশাবাদী, ‘জানি আমরা পরিস্থিতি বদলে ফেলার খুব কাছেই আছি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে আমাদের। ইতিবাচক থাকতে হবে, উৎফুল্ল থাকতে হবে। সেটা করতে পারলে অবশ্যই সবকিছু বদলে যাবে।’
উল্লেখ্য, পন্টিংয়ের দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত সাত ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে আছেন টেবিলের সাত নম্বরে। প্লে-অফে খেলতে তো সেরা চারে থাকতে হবে, চার নম্বরে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১০। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের অষ্টম ম্যাচে দিল্লি খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।