
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিএনপির ৩০ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বর্ণি ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে আসেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়।
এ সময় মাওলানা আমিনুল ইসলাম বলেন,“জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিএনপির ৩০ নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



