স্পোর্টস ডেস্ক: স্বপ্ন এখন সত্যি। এক যুগ পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখনও ওল্ড ট্র্যাফোর্ডে আসা হয়নি পর্তুগিজ যুবরাজের। গেল শুক্রবার (২৭ আগস্ট) নিশ্চিত হয় রোনালদোর থিয়েটার অব ড্রিমে ফেরা। এরপর থেকেই জল্পনা ঘরে ফিরে কয় নম্বর জার্সি পরবেন সিআর সেভেন। কারণ সেই জার্সি তো আগে থেকে এডিনসন কাভানির দখলে।
অনেকেই ধারণা করেছিল ইউনাইটেডে হয়তো ২৮ নম্বর জার্সি পরবেন রন। কারণ ক্যারিয়ারের শুরুতে স্পোর্টিং লিসবনে এই জার্সিতেই শুরু হয় তার ক্যারিয়ার। আর ইউনাইটেডেও এই নম্বর এখন পর্যন্ত কোনো ফুটবলার নেননি। তবে ড্যানিয়েল জেমসের দল-বদল খুলে দিয়েছে সব জট।
২৩ বছর বয়সী ওয়েলশ উইঙ্গার ড্যানিয়েল জেমস ম্যান ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন লিডসে। যাতে তার ২১ নম্বর জার্সিটি এখন নিতে পারবেন এডিনসন কাভানি। কারণ ৩৪ বছর বয়সী এই উরুগুইয়ান স্ট্রাইকার জাতীয় দলে ২১ নম্বর জার্সিতেই খেলেন। আর রোনালদো ইউনাইটেডে আসার পর তিনি সদিচ্ছায় ছেড়ে দিতে চেয়েছিলেন ইউনাইটেডে তার ৭ নম্বর জার্সি।
তাই ইউনাইটেড কর্তৃপক্ষের জন্য কাজ অনেকটাই সহজ হয়ে গেল। ২৫ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে লিডস ইউনাইটেডে যোগ দিচ্ছেন জেমস। তার জার্সিটাই এখন নিতে পারবেন কাভানি। আর কাভানি তার ৭ নম্বর জার্সি ছেড়ে দিতে পারবেন রোনালদোকে। এতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষেরও কোনো আপত্তি থাকার কথা না।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। ইউনাইটেডে প্রথম দফায় ৬ বছর আইকনিক ৭ নম্বর জার্সিতেই মাঠ মাতিয়েছেন এই পর্তুগিজ তালিসম্যান। এবার দ্বিতীয় দফায় ফিরেও পছন্দের জার্সিই পাচ্ছেন ক্রিস্টিয়ানো।
এদিকে য়্যুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর প্রথমবারের মতো অনুশীলন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইউনাইটেডের হয়ে না, জাতীয় দলের হয়ে অনুশীলন করেছেন সিআর সেভেন।
বুধবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তার দল। এরপর ৭ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আজারবাইজান। ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড এককভাবে নিজের দখলে নেয়ার দ্বারপ্রান্তে রোনালদো।
পর্তুগালের জার্সিতে রোনালদো করেছেন ১০৯ গোল। আর এক গোল করলেই, ছাড়িয়ে যাবেন ইরানের কিংবদন্তী আলি দায়িকে। দায়ি ইরানের হয়ে ১৯৯৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত করেছিলেন ১০৯ গোল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।