স্পোর্টস ডেস্ক: ফ্রি ট্রান্সফার সুবিধায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ড্যানিশ তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। ইউনাইটেড একটি ‘বিশেষ’ ক্লাব, আর এ কারনেই ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়া বলে মন্তব্য করেছেন এরিকসেন।
শুক্রবার তিন বছরের চুক্তিতে ইউনাইটেডের পক্ষে স্বাক্ষর করেছেন এরিকসেন। গত মৌসুমের দ্বিতীয়ভাগে তিনি ব্রেন্টফোর্ডের হয়ে ধারে দারুন সময় কাটিয়েছেন। গত বছর ইউরো চ্যাম্পিয়নশীপে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে চলে গিয়েছিলেন ৩০ বছর বয়সী এরিকসেন। কোপেনহেগেনের ঐ ঘটনার পর তার শরীরে কার্ডিওভারটার ডিফিব্রিলেটর প্রতিস্থাপন করা হয়। এই ধরনের অসুস্থতা নিয়ে সিরি-এ লিগে খেলার অনুমতি নেই। সে কারনে ডিসেম্বরে তাকে ইন্টার মিলান ছাড়তে হয়েছিল। কিন্তু ধীরে ধীরে নিজেকে ফিট প্রমাণ করে তিনি ব্রেন্টফোর্ডের সাথে চুক্তি স্বাক্ষর করেন। মৌসুমের দ্বিতীয় ভাগে তিনি সেখানে দুর্দান্ত ফর্ম ও ফিটনেসের প্রমান দেন। প্রিমিয়ার লিগে এরিকসেন ১১টি ম্যাচ খেলে এক গোল করা ছাড়াও চারটি এসিস্টও করেছেন।
এর পরপরই তাকে দলে নিতে বেশ কিছু শীর্ষ ক্লাব আগ্রহ দেখাতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ঐতিহাসিক ইউনাইটেডের প্রস্তাব আর ফেলতে পারেননি এরিকসেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশেষ ক্লাব। এখানে খেলার জন্য আমি মুখিয়ে আছি। অনেকবারই আমি ওল্ড ট্রাফোর্ডে খেলতে চেয়েছি। ইউনাইটেডের লাল জার্সি গায়ে জড়ানোর অনুভূতিই ভিন্ন।’
হৃদরোগে আক্রান্ত হবার পর ফুটবলে ফিরে আসার লক্ষ্যে আয়াক্সে কিছুদিন অনুশীলন করেছেন এরিকসেন। সেখানেই ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এই ডাচম্যানের। ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স ছেড়ে গত মৌসুমের শেষেই ইউনাইটেডে যোগ দিয়েছেন টেন হাগ। ষষ্ঠ স্থানে থেকে হতাশাজনক প্রিমিয়ার লিগ মৌসুম শেষে ইউনাইটেডের সামনে এখন মূল চ্যালেঞ্জ নিজেদের প্রতিযোগিতায় ফিরিয়ে নিয়ে আসা।
এরিকসেন আরো বলেন, ‘আয়াক্সে আমি টেন হাগের কাজ দেখেছি। প্রতিদিন তিনি এবং তার কোচিং স্টাফ মিলে যেভাবে কাজের বিস্তারিত পরিকল্পনা করেন তা সত্যিই অসাধারন। একটি বিষয় স্পষ্ট যে সে একজন দুর্দান্ত কোচ। তার সাথে আলোচনা করে লক্ষ্য সম্পর্কে জানতে পেরেছি। যেভাবে সে নিজের দলকে খেলাতে চায় সেটা জানতে পেরে আমি ভবিষ্যত নিয়ে আরো বেশী আগ্রহী। আমার এখনো ফুটবল নিয়ে অনেক লক্ষ্য আছে। আমি জানি আরো অনেকই কিছুই এখনো অর্জন করা সম্ভব। আর সেই যাত্রায় ইউনাইটেডই আমার জন্য সঠিক ক্লাব।’
ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মুরটাফ বিশ্বাস করেন টেন হাগের মিডফিল্ডে এরিকসেনের অভিজ্ঞতা দলে বিশাল অনুপ্রেরনা যোগাবে। এ সম্পর্কে মুরটাফ বলেন, ‘পুরো ক্যারিয়ারে ইউরোপে ক্রিস্টিয়ান নিজেকে সেরা এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে প্রমান করেছে। এবারের গ্রীষ্মে তাকে দলে নিতে অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। এতে বিস্মিত হবার কিছু নেই। সে কারনেই সে যে এখানেই নিজের সঠিক পথ বেছে নিয়েছে সেজন্য আমরা দারুন খুশী। অসাধারণ দক্ষতা, টেকনিক ও মূল্যবান অভিজ্ঞতা দিয়ে পুরো দলের মধ্যে দারুন একটি নেতৃত্ব গড়ে তুলবে বলে আমরা আশাবাদী। আসন্ন মৌসুমেও আমরাও তাকে মাঠে পেতে মুখিয়ে আছি।’
ফেয়েনুর্ড থেকে লেফট-ব্যাক টাইরেল মালাকিয়াকে দলে ভেড়ানোর পর টেন হাগের অধীনে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে যোগ দিলেন এরিকসেন।
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার কারনে ইউনাইটেড ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ কারনে ইউনাইটেডের আগামী মৌসুমের পরিকল্পনায় কিছুটা হলেও সমস্যা হতে পারে। ইতোমধ্যেই থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম সফরে ব্যক্তিগত কারণ দেখিয়ে যাননি রোনাল্ডো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।