ময়মনসিংহে দুষ্ট মনির গ্রেফতার, এলাকায় মিষ্টি বিতরণ

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে মনিরের কারণে এলাকাবাসী রাতে ঠিকমতো ঘুমাতে পারতোনা । সে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। মনির নামে ওই সন্ত্রাসীকে ‘দুষ্ট মনির’ নামে ডাকতো এলাকাবাসী। অবশেষে দুষ্ট মনিরকে গ্রেফতার করছে ত্রিশাল থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মনির গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এ খবরে খুশি হয়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন।

স্থানীয় এলাবাসী জানান, সে গ্রেফতার হওয়ায় আমাদের এলাকায় শান্তি বিরাজ করছে। আমরা সব সময় আতংকে থাকতাম। কখন কার গরু, ছাগল চুরি করে নিয়ে যায়, কাকে আটকিয়ে অস্রের মুখে কি ছিনিয়ে নেয়, এনিয়ে আতংকিত থাকতো এলাকাবাসী।

মনিরের যেন কঠিন বিচার হয় প্রশাসনের কাছে এই দাবী জানান এলাকাবাসী।

উল্লেখ্য, গত শুক্রবার(২১ ডিসেম্বর) দুষ্ট মনিরে অতিষ্ট হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছিল এলাকাবাসী। ওইদিন বিকালে বালিপাড়া ইউনিয়নের চর মাদাখালি গ্রামের বাসিন্দারা এ বিক্ষোভ করে। বিক্ষোভে শতাধিক লোক একত্রিত হয়ে মনিরের শাস্তি দাবি করেন। এসময় তারা গণস্বাক্ষরও নেয়।

এলাকাবাসীর অভিযোগ ছিল, মনিরের কারনে এলাকাবাসী রাতে ঠিকমতো ঘুমাতে পারেনা। এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন কর্মকান্ডে নেতৃত্ব দেয় সে। সে প্রবাসী মকবুল হোসেনের মার্কেট ও জমি দখল করতে ভূয়া দলিল দেখিয়ে ভাঙচুর করেছে। মকবুলের স্বজনদেরকে হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে বলেও মনিরের বিরূদ্ধে অভিযোগ করেন এলাকাবাসী। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মনিরের শাস্তি দাবি করেন।

বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল জানান, মনিরকে ত্রিশাল থানা পুলিশ আটক করেছে এতে এলাকায় শান্তি বিরাজ করছে। মনির বিভিন্ন অপরাধে জড়িত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। এলাকাটি দূর্গম হওয়ায় তাকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছিলনা। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী মনিরকে সোমবার রাতে আটক করা হয়েছে। সে একাধিক মামলার আসামী। তাকে আজ মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

মোটরসাই‌কেল চোর‌ সন্দেহে ২ জনকে গণধোলাই