জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে। তবে যতদিন পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে ততদিন রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীনা আকতার চৌধুরী, কানিজ ফাতেমা আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে স্পিকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘অরুনদয়’ পরিদর্শন করেন। এসময় প্রতিবন্ধী শিশুদের খোঁজখবর নেন এবং তাদের কণ্ঠে গান শুনেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।