জুমবাংলা ডেস্ক : যশোর বিমানবন্দর থেকে যশোর জেলা ছাত্রদলের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে শহরের এমএম আলী রোডের মাইকপট্টিস্থ উত্তর দিকে জামান ফার্মেসির সামনে রাস্তার ওপর সরকারি কাজে বাধাদানসহ সরকারি কর্মচারীকে মারপিট করার অভিযোগে দায়ের করা মামলায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা বর্তমান নগর ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ কায়দার ওরফে ইস্তি, এমএম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বি হাসান, নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম খায়রুজ্জামান প্রাপ্ত এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশির।
পুলিশ আসামিদের আদালতে পাঠিয়ে সেখানে উপস্থাপন করা প্রতিবেদনে উল্লেখ করেছে, গত শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড সংঘটিত করার জন্য যশোর বিমানবন্দরের কাছের সড়কে অবরোধ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে। আসামিরা চলতি বছরের মার্চ মাসে কোতয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।