যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসের চাপায় আবুল হোসেন (৫০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গুলশানের একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। রোববার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী আল-আমিন হোসেন জানান, রাতে ওই ব্যক্তি বাড্ডা লিংক রোড দিয়ে বাইসাইকেলে করে যাচ্ছিলেন। ওই সময় ইউনিক পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর ইউনিক পরিবহন ও এর চালককে স্থানীয়রা আটক করে বলেও জানিয়েছেন তিনি।

নিহত আবুল হোসেনের মেয়ে সাথী আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। বর্তমানে মধ্য বাড্ডার নামাপাড়া এলাকায় পরিবারসহ ভাড়া থাকেন। তার বাবা গুলশান-২ এ একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মীর কাজ করেন।

সাথী আক্তার বলেন, রোববার বাবার রাত্রিকালীন ডিউটি ছিল। রাত সাড়ে ৮টার দিকে খাওয়া-দাওয়া করে তিনি বাসা থেকে বাইসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে বের হন। এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার কথা জানতে পারি।

বাসচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত