জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ও তার রাজনীতি অনুসরণ করবেন, তাদেরকেই এনসিপিতে অন্তর্ভুক্ত করা হবে।”
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে বলেন, “এনসিপি কোনো জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে না। আমরা স্বতন্ত্রভাবে নির্বাচনে যাচ্ছি—এটা শুরু থেকেই আমাদের অবস্থান। কেউ যদি সংস্কারপন্থী হয়ে আসে, বাংলাদেশ ও জুলাইকে বিশ্বাস করে, চাঁদাবাজ রাজনীতিকে না বলে—তাদের আমরা দলে গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “ড. ইউনূসকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরিফ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার সভাপতিত্ব করেন এনসিপির চাঁদপুর জেলা সমন্বয়ক মো. মাহবুব আলম।
সভা শুরুর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা, যা পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



