আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে গত কয়েক বছরে ইসলাম বিদ্বেষ বাড়লেও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে রেকর্ড সংখ্যক সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দেশটির ১৯টি নির্বাচনী আসনে জয়লাভ করেছেন মুসলিম প্রার্থীরা।
মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই ১৯ মুসলিম এমপির মধ্যে ১০ জনই নারী। তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাজ্যের ৩৪ লাখ মুসলিম ভোটার।
নির্বাচিত হওয়া ১৯ মুসলিম প্রার্থীর মধ্যে ১৫ জনই লেবার পার্টি থেকে। আর বাকি ৪ জন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।
এদিকে কনজারভেটিভ পার্টি বিজয় লাভ করায় দেশটিতে বসবাস করা মুসলিমরা তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। কারণ যুক্তরাজ্যের মানুষরা যে একজন মুসলিম বিদ্বেষীকে তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
যুক্তরাজ্যের মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি-জেনারেল হারুন খান এক বিবৃতিতে বলেন, আমরা এখন সরকারের ইসলাম বিদ্বেষ নিয়ে খুবই উদ্বিগ্ন। আশা করি বরিস জনসন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতার পরিচয় দেবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে বোরকা পড়া মুসলিম নারীদেরকে পোস্ট বক্সের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন তৎকালীন লন্ডনের মেয়র বরিস জনসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


