আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪৫০ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের হিসাবে এটি সর্বনিম্ন মৃত্যু।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত আমেরিকায় ১ লাখ ১৩ হাজার ৫৫ জন মারা গেছেন নতুন এই রোগে। মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ৪৯৩ জন।
আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জন মারা গেছেন। দেশটির সরকার তাদের ওয়েবসাইট থেকে করোনার ডেটা সরিয়ে ফেলায় এই সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আগের দিনের হিসাব অনুযায়ী, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে সরকারি হিসাবে মোট মৃত্যু ছিল ৩৭ হাজার ৩১২ জন। নতুন করে মোট মৃত্যুর কথা কিছু বলা হয়নি।
তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৬৫৮, মৃত্যু ৫ হাজার ৯৭১ জনের।
স্পেনে ২ লাখ ৮৮ হাজার ৭৯৭ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।
পাঁচ নম্বরে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯৭ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৩৯৯ জন।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৬৫ হাজার ৯২৮ জন, মৃত্যু ৭ হাজার ৪৭৩ জনের।
গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৮ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭১ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৫ হাজার ৫৫৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।