আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। দেশটিতে মোট ২৫ কোটি ভোটারের এক তৃতীয়াংশেরও বেশি আগাম ভোট দেয়াকে রেকর্ড আর নজিরবিহীন মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে এত মাতামাতি অতীতে কখনো দেখা যায়নি।
প্রতিদিন ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আর এই লম্বা লাইনে ভোট দেয়ার পিছনে দুই দলের সমর্থকদের অবদান রয়েছে। উভয় দলের প্রচারণা শিবির থেকেই বারবার তাগিদ দেয়া হচ্ছে এখনই ভোটটি দিয়ে দেয়ার জন্য, যেটি আগের কোন নির্বাচনে লক্ষ্য করা যায়নি। দুই পক্ষই একে নিজ নিজ পক্ষের গণজোয়ার বা ওয়েভ মনে করছেন।
নিউইয়র্কে আগাম ভোটের জন্য ২৮০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর সিটিতে মোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি। প্রতিটি কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা আগাম ভোটে অংশ নিচ্ছেন। প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে নিজের ভোট দিয়েছেন নিউইয়র্ক সিটি করপোরেশনের মেয়র ডি ব্লাসিও। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় যে, নির্বাচনে ব্ল্যাক ভোটারদের ব্যপক উপস্থিতি। সব মিলিয়ে নির্বাচন নিয়ে একটি সাজ সাজ ভাব বিরাজ করছে। এতে কঠিন লড়ইয়ের আভাস পুরো যুক্তরাষ্ট্র জুড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।