
যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুনভাবে বড় ধরনের কড়াকড়ি আসছে। নতুন প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যসহ প্রায় ৪০টি দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে গত পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাস দেখাতে হতে পারে। সিবিপি ও ডিএইচএসের উপস্থাপিত এই প্রস্তাব ভিসা–মুক্ত ভ্রমণকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) নতুন এই প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ইএসটিএ–র মাধ্যমে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা পর্যটকদেরও প্রবেশের আগে গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া কার্যক্রম তুলে ধরতে হতে পারে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তা জোরদার করার কথা বলে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন পরিকল্পনা সম্ভাব্য ভ্রমণকারীদের জন্য বাড়তি বাধা হতে পারে এবং ডিজিটাল গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করতে পারে।
বিশ্বকাপ (২০২৬) ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক (২০২৮) সামনে রেখে যুক্তরাষ্ট্রে বিপুল বিদেশি পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে। এর আগে এমন সংবেদনশীল সময়ে এই কড়াকড়ি প্রস্তাব প্রকাশ করায় আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
প্রস্তাবটি অনুমোদিত হলে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
এতে বলা হয়েছে, নতুন নিয়মে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ব্যবস্থায় আবেদনকারীদেরকে তথ্য দেওয়ার ক্ষেত্রে সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের অন্তত গত ৫ বছরের ইতিহাস দিতে হবে।
তবে এই স্যোশাল মিডিয়া ইতিহাসে কোন কোন তথ্য দিতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বিস্তারিত কিছু বলা হয়নি। বর্তমানে ভিসা মওকুফ পাওয়া দেশগুলোর আবেদনকারীদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ) কর্মসূচিতে অল্পসংখ্যক কিছু তথ্য দিতে হয়। আবেদনকারীরা ৪০ ডলার দিয়ে এই তথ্যগুলো জমা দেন।
এই ভ্রমণ সুবিধা পায় প্রায় ৪০টি দেশের নাগরিকরা; যার মধ্যে আছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং জাপানও। ইএসটিএ ভ্রমণ অনুমোদন নিয়ে এসব দেশের পর্যটকরা বহুবার যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারেন এবং এই অনুমোদনের মেয়াদ থাকে দুই বছর।
নতুন নিয়মে আবেদনকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্যের লম্বা তালিকা চাওয়া হতে পারে। যার মধ্যে থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছাড়াও গত ৫ এবং ১০ বছরজুড়ে ব্যবহার করা ই–মেইল ঠিকানা, ফোন নাম্বার, বাবা-মা, স্বামী-স্ত্রী, ভাই-বোন ও সন্তানদের নাম, জন্মতারিখ, বাসস্থান ও জন্মস্থান।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


