জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ইটনায় যুবদলের সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের ২ এএসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের গাংপাড়টিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ইটনা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের অনুমতি ছাড়া রায়টুটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু মিলকীর বাড়িতে দলীয় সমাবেশের আয়োজন করে রায়টুটি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে বাদলা পুলিশ ফাঁড়ির এএসআই শাহীন, এএসআই তাওহীদ ও দুই কনস্টেবল মোটরসাইকেলে সেখানে যান। এ সময় অনুমতি ছাড়া সমাবেশ করার কারণ জানতে চাইলে রায়টুটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু মিলকীর নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।
এ সময় চার পুলিশ সদস্য দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়িতে হামলা ও ভাঙচুর করে যুবদল নেতাকর্মীরা। খবর পেয়ে ইটনা থানা পুলিশ সেখানে পৌঁছে সন্ধ্যার দিকে ইটপাটকেল ও মারধরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানান, বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রন্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।