মানিকগঞ্জে যুবলীগ নেতার মাথা ফাটিয়ে অর্থ লুট!

সাইফুল ইসলাম মানিকগঞ্জ : মানিকগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা মেহেদী হাসান সরকার সম্রাট ও তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। এসময় আরো ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত যুবলীগ নেতা সম্রাটের দুলাভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ পলাশ আহম্মেদ বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি নেতা হাফিজ আওয়ামী লীগে যোগ দিয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী ও আধিপত্য বিস্তারের লক্ষে এলাকায় ধারালো অস্ত্রসহ লাঠিশোটা নিয়ে শো ডাউন দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার খালপাধোয়া এলাকায় ধারালো অস্ত্রসহ লাঠিশোটা নিয়ে যুবলীগ নেতা মেহেদী হাসান সম্রাট ও তার সঙ্গীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় মেহেদী হাসান সম্রাট গুরুত্বর জখম হলে অভিযুক্তরা তাদের কাছ থেকে দুই লক্ষাধিক নগদ অর্থ লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত হাফিজের মুঠোফোনে বার বার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক কাজী সজিব আহমেদ জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।