আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা কূটনীতির মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে অবদান রাখতে প্রস্তুত। এ লক্ষ্যে উভয় নেতাকে তুরস্কে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। খবর আনাদোলু।
একদিনের ইউক্রেন সফর শেষে এরদোয়ান সাংবাদিকদের বলেন, আমরা কূটনীতি ও আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধানে অবদান রাখতে চাই। আমি সোচি সফরের সময় রুশ প্রেসিডেন্ট পুতিনকে যেমনটা বলেছিলাম, তেমনি লিভিভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই কথা বলেছি। বলেছি, এই সংঘাত বন্ধে আমরা তাদের মধ্যে বৈঠকের আয়োজন করতে পারি।
কূটনৈতিক উপায়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তি এবং সম্প্রতি বিশ্ববাজারে ইউক্রেনীয় শস্য রপ্তানির ধারাটি অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা করতে সম্প্রতি এরদোয়ান, জেলেনস্কি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনের লিভিভ শহরে বৈঠকে মিলিত হয়েছিলেন।
এরদোয়ান বলেন, তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘ ইউক্রেনের শস্য রপ্তানির জন্য সম্ভাব্য পদক্ষেপগুলোর বিষয়ে আলোচনা করেছে এবং যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার দায়িত্ব নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
যুদ্ধের কারণে আটকে থাকা ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য তিনটি ইউক্রেনীয় বন্দর পুনরায় চালু করতে গত ২২ জুলাই তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ইউক্রেন নিয়ে সংঘাত শুরু হওয়ার পর জেলেনস্কি ও পুতিনের সাথে পৃথকভাবে দেখা করেছেন উল্লেখ করে সাংবাদিকদের এরদোয়ান জানান, আগামী মাসে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন। সেখানে যে বার্তা দেওয়া হবে তা হবে খুবই অর্থবহ।
লিভিভে ত্রিপক্ষীয় বৈঠকের সময় এরদোগান জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে চলমান সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জাপোরিঝিয়ার সমস্যা কোনো সাধারণ সমস্যা নয়। কারণ সেখানে ইউক্রেনের ইঞ্জিনিয়ার যেমন রয়েছে তেমনি রাশিয়ার সৈন্যও রয়েছে। আমরা সেখানে নতুন কোনো চেরনোবিল চাই না।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা এ বিষয়ে পুতিনের সাথে আলোচনা করব এবং বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে তার প্রতি আহ্বান জানাবো।
যুক্তরাষ্ট্র সিরিয়ার সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা তুরস্কের কাছে গুরুত্বপূর্ণ। সিরিয়ার ভূখণ্ডের দিকে আমাদের নজর আছে, কারণ সিরিয়ার জনগণ আমাদের ভাই। আঙ্কারা শুধু আঞ্চলিক শান্তির লক্ষ্যে সিরিয়া সমস্যা সমাধান এবং যে কোনো ধরনের হুমকি থেকে তুরস্ককে রক্ষা করার দায়িত্ব নেয়, আর কিছু নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।