আজ থেকে যেভাবে পাবেন এশিয়া কাপের টিকিট

আজ থেকে যেভাবে পাবেন এশিয়া কাপের টিকিট

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর মাত্র ১৮ দিন পরেই মাঠে গড়াবে ছয় জাতির এই টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইকে ঘিরে আগ্রহের কোনো কমতি নেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে। বিষয়টি মাথায় রেখে আসর শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই টিকিট বিক্রির পরিকল্পনা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আজ থেকে যেভাবে পাবেন এশিয়া কাপের টিকিট

শনিবার (১২ আগস্ট) থেকেই এশিয়া কাপের এবারের আসরের ম্যাচের টিকিট কাটতে পারবেন দর্শকরা। অফলাইন ও অনলাইনে এই টুর্নামেন্টের টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কাটতে  ‘pcb.bookme.pk’- এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ।

প্রথম ধাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও মুলতান ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি ও প্রিমিয়াম টিকিট পাওয়া যাবে। এরপর আগামী সোমবার (১৪ আগস্ট) প্রথম শ্রেণি ও সাধারণ টিকিট ছাড়া হবে।

তবে এখনও শ্রীলঙ্কা পর্বের টিকিট বিক্রির দিনক্ষণ জানায়নি আয়োজকরা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বা একদিনের মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটও পাওয়া যাবে।

প্রসঙ্গত, এশিয়ার ছয় দলের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনটি শুরু হবে আগামী ৩০ আগস্ট। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। মোট ৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আসরটি। যারা দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’। আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।

টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ অগাস্ট ‘বি’ গ্রুপের এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেখানে প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে লাল-সবুজদের। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।