আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। এই নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করছে লিগ কর্তৃপক্ষ। এবার আইপিএলের পূর্ণ নিলাম হবে। ১০ দলই নতুন টিম তৈরি করবে। দু’দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া।
নিলামের আগে পুরোনো খেলোয়াড়দের ধরে রাখার প্রতিযোগিতায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তার আগেই একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দলগুলো।
এ নিলামের পূর্বে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। এর মধ্যে অন্তত একজন ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হবে তাদের। দলগুলো চাইলে ছয়জনের কম ক্রিকেটারকেও ধরে রাখতে পারবে। বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভেড়ানো যাবে।
পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হবে। দেশি বা বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে সংখ্যার কোনও বাধ্যবাধকতা নাই।
নিলামের পূর্বে কোনো ক্রিকেটারকে প্রথম পছন্দ হিসাবে কোনও দল ধরে রাখবে তাকে ১৮ কোটি টাকা গুনতে হবে। দ্বিতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দ হিসাবে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে তাকেও ১৮ কোটি টাকা দিতে হবে। পঞ্চম পছন্দের জন্য দিতে হবে ১৪ কোটি টাকা। ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরে রাখতে হলে ৪ কোটি টাকা দিতে হবে।
আইপিএলের ১০ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:
কলকাতা নাইট রাইডার্স
প্রথম পছন্দ (১৮ কোটি)- আন্দ্রে রাসেল
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- শ্রেয়াস আইয়ার
তৃতীয় পছন্দ (১১ কোটি)/ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- ফিল সল্ট/ হর্ষিত রানা
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- সুনীল নারাইন
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- রিঙ্কু সিং
সানরাইজার্স হায়দরাবাদ
প্রথম পছন্দ (১৮ কোটি)- প্যাট কামিন্স
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- অভিষেক শর্মা
তৃতীয় পছন্দ (১১ কোটি)- নিতিশ কুমার রেড্ডি
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- ট্রাভিস হেড
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- হেনরিখ ক্লাসেন।
রাইট টু ম্যাচ কার্ড- ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)
চেন্নাই সুপার কিংস
প্রথম পছন্দ (১৮ কোটি)- রুতুরাজ গায়কোয়াড়
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- শিবম দুবে
তৃতীয় পছন্দ (১১ কোটি)- মাথিশা পাথিরানা
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- রবীন্দ্র জাদেজা
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- মহেন্দ্র সিংহ ধোনি
রাইট টু ম্যাচ কার্ড- এক জন
মুম্বাই ইন্ডিয়ান্স
প্রথম পছন্দ (১৮ কোটি)- হার্দিক পান্ডিয়া
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- রোহিত শর্মা
তৃতীয় পছন্দ (১১ কোটি)- তিলক বর্মা
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- জসপ্রীত বুমরাহ
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- সূর্যকুমার যাদব
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- নেহাল ওয়াধেরা
রাইট টু ম্যাচ কার্ড- শূন্য
রাজস্থান রয়্যালস
প্রথম পছন্দ (১৮ কোটি)- সঞ্জু স্যামসন
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- যশস্বী জয়সোয়াল
তৃতীয় পছন্দ (১১ কোটি)- রিয়ান পরাগ
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- জস বাটলার
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- সন্দীপ শর্মা
রাইট টু ম্যাচ কার্ড- এক জন
গুজরাট টাইটান্স
প্রথম পছন্দ (১৮ কোটি)- শুভমান গিল
তৃতীয় পছন্দ (১১ কোটি)- ডেভিড মিলার
চতুর্থ পছন্দ (১৮ কোটি)- রশিদ খান
পঞ্চম পছন্দ (১৪ কোটি)- মোহিত শর্মা
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- রাহুল তেওয়াটিয়া
রাইট টু ম্যাচ কার্ড- এক জন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
প্রথম পছন্দ (১৮ কোটি)- বিরাট কোহলি
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- মোহাম্মদ সিরাজ
তৃতীয় পছন্দ (১১ কোটি)- রজত পাতিদার
রাইট টু ম্যাচ কার্ড- তিন জন
দিল্লি ক্যাপিটালস
প্রথম পছন্দ (১৮ কোটি)- ঋষভ পান্থ
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- অক্ষর প্যাটেল
তৃতীয় পছন্দ (১১ কোটি)- কুলদীপ যাদব
রাইট টু ম্যাচ কার্ড- তিন জন
লখনৌ সুপার জায়ান্টস
প্রথম পছন্দ (১৮ কোটি)- নিকোলাস পুরান
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- রবি বিষ্ণোই
তৃতীয় পছন্দ (১১ কোটি)- মায়াঙ্ক যাদব
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- আয়ুষ বাদোনি
রাইট টু ম্যাচ কার্ড- দু’জন
পঞ্জাব কিংস
প্রথম পছন্দ (১৮ কোটি)- আর্শদীপ সিং
রাইট টু ম্যাচ কার্ড- পাঁচ জন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।