স্পোর্টস ডেস্ক : রক্ষণশীল দেশ কাতারের নানা নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে একটু মুক্ত থাকতে টিম হোটেল বর্জন করেছে আর্জেন্টিনা দল। তারা উঠেছে কাতার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে। যাতে নিজেদের ইচ্ছামতো প্রথা মেনে বিশ্বকাপ চলাকালীন বিফ বার্বিকিউ খেতে পারেন মেসিরা। শুধু খাওয়াদাওয়াই নয়, লিওনেল মেসিদের থাকার বিষয়েও চমকপ্রদ তথ্য ফাঁস করেছে স্প্যানিশ মিডিয়া ওলে ডট কম।
তাদের দাবি, বিশ্বকাপে একাই এক রুমে থাকছেন মেসি। সাধারণত ফুটবলাররা বড় টুর্নামেন্টে নিজস্ব ব্যক্তিগত রুম পেয়ে থাকেন। তবে মেসি সব সময়ই এর ব্যতিক্রম ঘটিয়েছেন। সেই যুবদলে খেলার সময় থেকেই তিনি সোর্হিও আগুয়েরোর সঙ্গে নিজের কক্ষ শেয়ার করে আসছিলেন। দুজনে ছিলেন দীর্ঘদিনের রুমমেট। কিন্তু কাতার বিশ্বকাপে নেই আগুয়েরো। তাই মেসি একাই রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
কাতার ইউনিভার্সিটির রুম নম্বর বি-২০১-এ থাকছেন মেসি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই প্রথমবার মেসি কোনো ফিফা টুর্নামেন্টে সতীর্থের সঙ্গে রুম শেয়ার না করে একাই ঘুমাবেন। রুম নম্বর বি-২০২-এ আছেন রদ্রিগো এবং ওতামেন্দি। মেসির রুমের ঠিক উল্টো দিকে বি-২০৪-এ আছেন ডি মারিয়া এবং পারেদেস। ‘ উল্লেখ্য, বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল। ইউএই-কে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে মেসি ৯০ মিনিটই মাঠে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।