২০২৫ আইপিএলের জন্য ফ্রাঞ্চাইজিগুলোর ক্রিকেটার ধরে রাখার নিয়মে বদল এসেছে। তাতে চেন্নাই সুপার কিংস ধোনিকে আগের চেয়ে কম টাকায় আনক্যাপড (ঘরোয়া) ক্রিকেটার হিসেবে ধরে রাখার সুযোগ পাচ্ছে।
তবে আসরে ধোনি খেলবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, এখনও ধোনির সঙ্গে আলোচনা করতে পারেনি চেন্নাই। অবশ্য ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর জন্য আরও সময় বাকি আছে।
বিপিএলে শাকিব খানের ফ্র্যাঞ্চাইজির নাম ‘ঢাকা ক্যাপিটালস’বিপিএলে শাকিব খানের ফ্র্যাঞ্চাইজির নাম ‘ঢাকা ক্যাপিটালস’
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথন ধোনিকে ধরে রাখা প্রসঙ্গে বলেন, ‘এই মুহূর্তে আমরা সত্যিই কিছু জানি না। ধোনির ক্ষেত্রে আমরা আনক্যাপড ক্রিকেটারের নিয়ম ব্যবহার নাও করতে পারি। এই বিষয়ে তাড়াতাড়ি কিছু বলতে পারব না। কারণ, ধোনির সঙ্গে যোগাযোগই করতে পারছি না আমরা। ওর সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়নি।’
এরপর অবশ্য বিশ্বনাথ জানিয়েছেন ধোনির সঙ্গে আলোচনা হবে কয়েক দিনের মধ্যেই। ‘ধোনি যুক্তরাষ্ট্রে ছিল। তাই ওর সঙ্গে কথা হয়নি। এই সপ্তাহে আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি। আশা করছি আগামী সপ্তাহে ওর সঙ্গে যোগাযোগ করতে পারব।’
আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে, পাঁচ বছর আগে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারদের ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসাবে ধরা হবে।
ধোনি ২০১৯ সালের জুলাই মাসে সবশেষ ভারতের হয়ে ম্যাচ খেলেন। পরের বছর আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনি জানান অবসরের কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।