ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেলোবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার চেন্নাইয়ের হয়ে তাক লাগিয়ে দিলেও আসন্ন ২০২৫ সালের আইপিএলে দলে জায়গা হলো না তার। গেলো আসরে চেন্নাইয়ের অন্যতম সেরা পারফর্মার ছিলেন বাঁহাতি এই পেসার। তবে এবার আর দলে জায়গা ধরে রাখতে পারলেন না ফিজ। ফলে আইপিএলে দল পেতে হলে তাকে আবারো নিলামে নাম ওঠাতে হবে।
মোস্তাফিজ কিংবা কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়াস আইয়ারের মতো সামনের আইপিএল নিলামে দল পাওয়ার অপেক্ষায় থাকতে হবে জস বাটলার, ঋষভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও।
আগামী নভেম্বরে হতে পারে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। প্রতিটি দল মোট ১২০ কোটি রুপির খেলোয়াড় কিনতে পারবে। আনুষ্ঠানিকভাবে এখনও দিনক্ষণ চূড়ান্ত করেনি আয়োজকরা। নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন এনেছে লিগ কর্তৃপক্ষ। আগের মৌসুমের দলের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২০২৫ সালের আসরে চেন্নাই সুপার কিংসে যারা থাকছেন- রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি। ছেড়ে দেওয়া খেলোয়াড়রা হলেন- মোস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, শার্দূল ঠাকুর। নতুন নিলামে খরচ করতে পারবে ৫৫ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।