যে কোম্পানিতে ৪০ জন কর্মীকে ৯০ কোটি টাকা দিয়ে শোরগোল ফেলে দিলেন মালিক!

যে কোম্পানিতে ৪০ জন কর্মীকে ৯০ কোটি টাকা দিয়ে শোরগোল ফেলে দিলেন মালিক!

মঞ্চে নোটের স্তূপ, ৪০ কর্মীকে ৯০ কোটি টাকা বোনাস

আন্তর্জাতিক ডেস্ক : বছর শেষে ৯০ কোটি টাকা বোনাস দিয়েছে একটি চীনা কোম্পানি। তাও মাত্র ৪০ কর্মীকে। খবরটি বিশ্বজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে সেই আলোচনা শুধু কর্মীদের মোটা অংকের বোনাস দেয়ার জন্য নয়। জোর বিতর্ক চলছে বোনাস দেয়ার অদ্ভুত উপায় নিয়ে।

যে কোম্পানিতে ৪০ জন কর্মীকে ৯০ কোটি টাকা দিয়ে শোরগোল ফেলে দিলেন মালিক!

বছর শেষে কোম্পানির অফিসে আয়োজন করা হয় বাত্সরিক পার্টির। সেই পার্টিতে মঞ্চে রীতিমতো ব্যাংক নোটের স্তূপ করা হয়। দুই-এক কোটি নয়। চীনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৬১ কোটি মিলিয়ন ইউয়ান। ডলারে যার পরিমাণ ৯ মিলিয়ন। আর বাংলাদেশি টাকায় ৯০ কোটির বেশি। এরপর সেই টাকা বণ্টন করা হয় কোম্পানির সবচেয়ে কর্মঠ ৪০ কর্মীর মধ্যে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এরপরই বিষয়টি নিয়ে উঠেছে সমালোচনা ও বিতর্কের ঝড়। সাউথ চায়না মর্র্নিং পোস্টের এক প্রতিবেদন মতে, চীনের হেনান প্রদেশভিত্তিক ক্রেইন তৈরি ও বাজারজাতকারী ওই প্রতিষ্ঠানটির নাম ‘হেনান মাইনস’। খনিজ শিল্পের জন্য প্রয়োজনীয় ক্রেইন তৈরি করে থাকে এ কোম্পানি।

করোনা বিধিনিষেধ ও মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট সত্ত্বেও হেনান মাইন গত বছর প্রচুর মুনাফা করেছে। আর তাই অঢেল বোনাস দিয়ে যোগ্য কর্মীদের পুরস্কৃত করেছে কোম্পানি।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৭ জানুয়ারি কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন ছিল। ওই সম্মেলনেই কোম্পানির ৪০ বিক্রয় ব্যবস্থাপককে প্রায় ৯০ কোটি টাকা বোনাস দেয়া হয়। টাকা দেয়ার আগে মঞ্চে ব্যাংক নোটের বিশাল স্তূপ করা হয়। যার উচ্চতা ২ মিটার ছাড়িয়ে যায়।

প্রতিবেদন মতে, কোম্পানির সবচেয়ে ‘ভালো করা’ ৩ জন সেলস ম্যানেজারের প্রত্যেককে প্রায় ৩ কোটি টাকা করে দেয়া হয়। ওই ৩ ম্যানেজার ছাড়াও বিপুল বোনাস দেয়া হয় আরও ৩০ কর্মীকে। প্রত্যেককে দেয়া হয় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি টাকা।

বাৎসরিক ওই পার্টিতে টাকা গোনার প্রতিযোগিতাও রাখা হয়েছিল। ওই প্রতিযোগিতায় পুরস্কার দেয়া হয় মোট ১৪ কোটি রুপি। ভাইরাল হওয়া ভিডিওতে ওই টাকা নিয়ে লোকজনকে মঞ্চ থেকে নামতে দেখা যায়।

হেনান মাইনসের এই কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। কেউ বলছেন, এরকম দৃশ্য স্বপ্নেও ভাবতে পারি না। কেউ লিখছেন, টাকা গুনে দেখার আগেই ওই টাকা আগে গিয়ে ব্যাংকে জমা করা উচিত কর্মীদের। সেখানেই গোনা হয়ে যাবে।

২০০২ সালে প্রতিষ্ঠা হয় ক্রেইন উৎপাদনকারী প্রতিষ্ঠান হেনান মাইনস। বর্তমানে ওই কোম্পানির কর্মীর সংখ্যা ৫ হাজার ১০০। ২০২২ সালে কোম্পানিটি লাভ করেছে ১১০ কোটি ডলার। যা আগের বছরের থেকে ২৩ শতাংশ বেশি।

করোনার মধ্যে ও পরবর্তী পর্যায়ে বহু কোম্পানি কর্মী ছাটাই করলেও হেনান মাইন কোনো কর্মী ছাঁটাই করেনি। গত বছরের থেকে কোম্পানীর কর্মীদের বেতন বেড়েছে কমপক্ষে ৩০ শতাংশ। মূলত ওভারহেড ক্রেইন তৈরি করে হেনান মাইনস। এছাড়াও তাদের কোম্পানিতে তৈরি হয় গ্রাব ক্রেইন, কাস্টিং ক্রেইন ও এক্সপ্লোসিভ রুফ ক্রেইন।