স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের মহানায়ক লিওনেল মেসির অনেক বিষয় লোকচক্ষুর আড়ালে থাকে। তবুও ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে অজানা বিষয়গুলো তুলে আনা হয়। এবার মেসির প্রিয় খাবার সম্পর্কে তুলে ধরা হলো।
অনেকেই মেসির প্রিয় খাবার সম্পর্কে জানেন না। আর্জেন্টাই এই তারকার প্রিয় খাবারের নাম ‘মিলানেসা নাপোলিটানা’। মেসি এই খাবারটি ছোটবেলা থেকেই পছন্দ করেন। খাবারটি আমাদের পরিচিত উপাদান দিয়ে তৈরি হলেও নামটি আমাদের কাছে পরিচিত নয়। এটি মূলত আজেন্টাইন ও ইতালিয়ান খাবারের একটি মিশ্রণ।
এই খাবার তৈরির মূল উপাদান গরুর মাংস। গরুর মাংসের সঙ্গে লবণ, পেঁয়াজ, পনির, চিনি, পুদিনা পাতাসহ বেশকিছু উপাদান দিয়ে এই খাবার তৈরি করা হয়। মেসির মা সিলিয়া মারিয়া কুচত্তিনি বলেন, ‘এই খাবার হলে মেসির আর কিছু লাগে না। মাঝেমধ্যে ঘোড়া বা মুরগির মাংস দিয়েও এটি তৈরি করা হয়। তবে মেসির পছন্দ গরুর মাংস দিয়ে তৈরি মিলানেসা নাপোলিটানা।’
মেসির মা আরও বলেন, ‘মেসি অনেক বেশি খাবার পছন্দ করে না। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে ও অনেক খাবার থেকে দূরে থাকে। সেজন্য এই খাবারটি হলেই মেসি খুশি হয়ে যায়।’
এই মুহূর্তে চীনে অবস্থান করছেন মেসি। আগামী বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ম্যাচটি হবে চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।