স্পোর্টস ডেস্ক : ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তাও আবার বিশ্বকাপের মঞ্চে, সৌদি আরবের মতো দলের কাছে হেরেছে লিওনেল মেসিরা। শক্তি-সামর্থ্য ও প্রত্যাশা সব দিক থেকে এগিয়ে থেকেও মাঠের পারফরম্যান্সে হেরে গেছে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে এক গোলে এগিয়ে গেলেও বাকি সময়ে সাদা-মাটা পারফরম্যান্স উপহার দিয়েছে মেসিরা।
দলটির ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস তাই বলছেন, নিজেদের ভুলের কারণেই হেরেছে আর্জেন্টিনা।
পুরো বিশ্বকে চমকে দিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। কিন্তু মধ্যবিরতি থেকে ফিরে পর পর দুই গোল করে বড় অঘটনের জন্ম দেয় এশিয়ার দেশটি।
৩৬ বছরের অপেক্ষা ফুরানোর লক্ষ্যে কাতারে এসেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। নিজেদের ভুলের কারণেই এমন হার বলছেন দলটির ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। ,’আমাদের ভুলের কারণে ম্যাচটি হেরেছি। দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় সবচেয়ে বড় সমস্যা ছিল এটাই। প্রথমার্ধে আমাদের একাধিক গোল করা উচিত ছিল, কিন্তু এটাই বিশ্বকাপ। ‘
সৌদি আরবের কাছে হেরে পরের রাউন্ডে যাওয়া কঠিন করে ফেলল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাববার নেই তাদের। ভুল শুধরে সামনে ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন মার্তিনেস,’সামনে কী অপেক্ষা করছে তা নিয়ে আমাদের ভাবতে হবে। মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচ কঠিন হবে। আজকের লড়াইও কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা ভুল করেছি, সামনের ম্যাচগুলোতে আমাদের ভুল শুধরে নিতে হবে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।