স্পোর্টস ডেস্ক : চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। ফ্রাঞ্চাইজি লিগের ৪৯তম ম্যাচ পড়েছিল বৃষ্টির বাগড়ায়। তাতে ফলাফল না নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলের ক্রিকেটারকে। স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে বারোটা পর্যন্ত আম্পায়াররা অবশ্য ম্যাচ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
টস হেরে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া সফরকারী রাজস্থান রয়্যালস বল হাতে নামতেই পারছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বৃষ্টি থামলে মাঠ শুকানোর কাজে নেমে পড়েন গ্রাউন্ডসম্যানরা।
আকাশে তখনও মেঘের আনাগোনা। তাতেই আম্পায়াররা ৫ ওভার করে ইনিংস প্রতি সাজিয়ে ম্যাচ গড়ানোর সিদ্ধান্ত নেন।
নির্ধারিত ৫ ওভারেই প্রথমে ব্যাট করতে নামা বেঙ্গালুরু হারিয়ে বসে ৭ উইকেট, তাতে সংগ্রহ হয় ৬২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। ৭ বলের মোকাবেলায় তিনি হাঁকান ১টি চার ও ৩টি ছক্কা। এছাড়া এবি ডি ভিলিয়ার্স ১০ ও পার্থিব পেটেল ৮ রান করেন।
রাজস্থানের পক্ষে শ্রেয়াস গোপাল তিনটি এবং ওশানে থমাস শিকার করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নামা রাজস্থান জয়ের খুব কাছেও পৌঁছে গিয়েছিল। তবে ২০ বলে ১ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহের পর আবারও নামে বৃষ্টি। ফলে ১০ বলে ২১ রানের খোঁজে থাকা দলটি আর ব্যাট হাতে নামতে পারেনি। দুটি চার ও তিনটি ছক্কায় ১৩ বলে ২৮ রান করেন স্যাঞ্জু স্যামসন/ আবারও বৃষ্টি নামলে এই যাত্রায় অপেক্ষার দুঃসাহসের সুযোগ ছিল না। শেষপর্যন্ত তাই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।