স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অনন্য একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটে ৫০টি করে ম্যাচ জয়ের নজির গড়লেন কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই ৫০টি করে জয় পেয়েছেন তিনি।
ক্যারিয়ারের ৯৭তম টেস্টে এসে ৫০তম জয়ের দেখা পেলেন কোহলি। ওয়ানডেতে ২৫৪ ম্যাচে তিনি জয়ের স্বাদ পেয়েছেন ১৫৩টি ম্যাচে। টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচে জয় ৫৯টি।
তবে অধিনায়ক হিসেবে বিশ্বে সফল রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ২২০টি জয় উপহার দেন। ৩৩২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৭৮টিতে জয় উপহার দেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার গ্রায়েম স্মিথ। তিনি ২৮৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬৩ খেলায় জয় উপহার দেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। একের পর সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া পথেই আছেন ভারতীয় এ অধিনায়ক।
ইতোমধ্যে ৯৭ টেস্ট আর ২৫৪ ওয়ানডে মিলে ৭০টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। সেঞ্চুরির সেঞ্চুরি করতে তাকে আরও ৩০টি শতক হাঁকাতে হবে। তবে সাম্প্রতিক সময়ে ফর্মে নেই তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।