জুমবাংলা ডেস্ক: ঢাকায় বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত রংপুর বিভাগের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ও সমিতির নির্বাহী সদস্য মোঃ রেজাউল আহসান , ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ রশিদ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ লাইসুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা মজিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও সমিতির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আ ন ম আল ফিরোজ, প্রধানমন্ত্রী কার্যালয়ের আঞ্চলিক সহযোগিতা সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম নীলিমা আখতার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বেগম মাকসুরা নুর, এনডিসি, দারিদ্র্য পীড়িত অঞ্চলে স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ রুহল আমিন খাঁন-এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সমিতির সভাপতি, নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে একই ভ্যেনুতে সমিতির কার্যনির্বাহী কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।