জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির রওশন এরশাদপন্থিদের ডাকা দলের সম্মেলন প্রস্তুতি কমিটির নতুন আহ্বায়ক করা হয়েছে কাজী ফিরোজ রশিদকে। তিনি জাপার কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দলীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।
এর আগে প্রায় দেড় বছর রওশনপন্থিদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন রওশনের সাবেক রাজনৈতিক সচিব গোলাম মসিহ। আগামী ৯ মার্চ এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
গত রবিবার রাতে রওশনপন্থি জাপার মহাসচিব কাজী মামুনুর রশীদ সম্মেলন প্রস্তুতি কমিটির নতুন আহ্বায়কের নাম ঘোষণা দেন। এ সময় কাজী ফিরোজ রশিদ পাশেই বসা ছিলেন। জানা গেছে, রোববার রাতে গুলশানস্থ রওশন এরশাদের বাসভবনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে কাজী মামুন বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের নতুন দায়িত্ব পেয়েছেন কাজী ফিরোজ রশীদ। এই প্রথম রওশন এরশাদপন্থিদের কোনো সভায় প্রকাশ্যে এলেন সাবেক প্রতিমন্ত্রী কাজী ফিরোজ।
এ সময় কাজী ফিরোজ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ দলের সবার অভিভাবক। তার আহ্বানে সাড়া দিতে হবে। দলটির এই অংশে তিনি যোগ দিচ্ছেন কিনা- সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। পরে মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, দলের সিনিয়র নেতারা যুক্ত হওয়ায় নেতাকর্মীরা আরও চাঙ্গা হবে। আগামী সম্মেলনে কাজী ফিরোজ রশিদকে কনভেনরের দায়িত্ব দিয়েছেন রওশন এরশাদ।
এর আগে, গত ১২ জানুয়ারি সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদকে দল থেকে অব্যাহতি দেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এরপর তিনি কালবেলাকে বলেন, তিনি রাজনীতি করবেন না। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সার্বক্ষণিক সময় দিবেন।
সভায় জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ২০১৪ সাল থেকে ঢাকা-৬ আসনে দুদফা সংসদ সদস্য ছিলেন কাজী ফিরোজ রশীদ। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাঈদ খোকন এ আসনে লড়েন। আসন সমঝোতায় বাদ পড়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।