আন্তর্জািতক ডেস্ক : ফিলিস্তিন সীমান্ত থেকে দূরে ইসরায়েলের সীমান্তের ভেতরও নিজেকে নিরাপদ ভাবতে পারলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এশকেলন শহরে একটি নির্বাচনী প্রচারণায় এসেছিলেন তিনি।
হঠাৎ খবর আসে শহরটিতে রকেট হামলা চালাতে যাচ্ছে হামাস। সাথে সাথে কালবিলম্ব না করে মঞ্চ থেকে প্রায় দৌড়ে নেমে যান নেতানিয়াহু। বুধবার (২৫ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।
জানা যায়, শহরটিতে গাজা থেকে বোমা হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে অনেকটা তাড়াহুড়া করে নেমে যান নেতানিয়াহু। তবে ১২ মিনিট পর তিনি মঞ্চে ফিরে আসেন এবং নিজের বক্তব্য শেষ করেন।
ডিসেম্বরের শুরুতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতাকে সস্ত্রীক বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় ইসরায়েলে একাধিক রকেট হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় টানা দুই দিন রকেট ও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


