আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহের বিভৎস্য খুনের রহস্য ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। চুরি করা টাকা ফেরত চাওয়ায় নিজ ব্যক্তিগত সহকারীর হাতেই নির্মমভাবে খুন হন এই টেক জায়েন্ট। খুনের পর লাশ গুম করতে টুকরো টুকরো করে কেটে ছিলেন খুনি টাইরেস ডেভন হাসপিল। ইতিমধ্যে তার বিরুদ্ধে নিউইয়র্কে বিদ্যমান আইনের সর্বোচ্চ অভিযোগ গঠন করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।
নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রোডনি হ্যারিসন জানান, নিউইয়র্ক সিটির ১৭২ ক্রসবি স্ট্রিটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এয়ার বিএনবির মাধ্যমে বিপুল ভাড়ায় এই ফ্ল্যাটে অবস্থান করছিল হাসপিল। এয়ার বিএনবির ভাড়াও পরিশোধ করা হয়েছে ফাহিমের ক্রেডিট কার্ড দিয়ে। শুধু তাই নয়, খুনের পর ফাহিম সালেহের ক্রেডিট কার্ড দিয়ে হোম ডিপো থেকে রক্ত মুছতে মেঝে পরিস্কার করার জিনিসপত্র কেনে হাসপিল। পুলিশ এসব স্থানের ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।