রফিক-সাকিবের দুই রেকর্ডে ভাগ বসালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে মাত্র ৩ রানের জন্য ফিফটি হাতছাড়া হয়েছে মেহেদী হাসান মিরাজের। তবে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের দারুণ দুটি রেকর্ডে নিজের নাম জুড়ে দিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ বলে ৪৭ রান করে টিম সাউদির বলে সাজঘরে ফিরেছেন মিরাজ। এই ইনিংস খেলার পথে ৪৩ রানের সময় টেস্ট ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৬তম ক্রিকেটার হিসেবে হাজার রানের গন্ডি পেরুলেন মিরাজ। এরই মধ্য দিয়ে সাকিব আল হাসান এবং মোহাম্মদ রফিকের পর মাত্র তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ১ হাজার রান এবং ১০০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করার কৃতিত্ব দেখালেন তিনি।

এই মাইলফলক ছুঁতে মিরাজের লেগেছে ৩০ টেস্ট। সাকিবের লেগেছিল ২৮ টেস্ট। ২০০৮ সালে মোহাম্মদ রফিক ১ হাজার রান এবং ১০০ উইকেটের ‘ডাবল’ পূরণ করেছিলেন ৩৩ টেস্টে।

উল্লেখ্য, কিউইরা ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের চেয়ে এখন তারা ১৭ রানে এগিয়ে, হাতে আছে আর মাত্র ৫টি উইকেট। রস টেলর ৩৭ ও রাচীন রবিন্দ্র ৬ রানে অপরাজিত আছেন।

তামিম ইকবালকে টপকে শীর্ষে মুশফিক