মোটরবাইকপ্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড অন্য এক আবেগের নাম। গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি মডেলের রয়্যাল এনফিল্ড মোটরবাইকের অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রম উদ্বোধনের পর বাংলাদেশেও সেই আবেগ ও উচ্ছ্বাস দেখা গেছে। এর আগে ছিল বাইকারদের (বাইক চালক) প্রতীক্ষা। আর গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে রয়্যাল এনফিল্ড নিয়ে ব্যাপক আলোচনা। বিশ্বব্যাপী রোমাঞ্চপ্রিয় বাইকারদের কাছে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড মোটরবাইকের ইতিহাস ও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
রয়্যাল এনফিল্ড তার ক্ল্যাসিক ডিজাইন ও অতীত ইতিহাসের জন্য মোটরবাইকারদের কাছে জনপ্রিয়। বুলেট মডেলের ইতিহাস প্রায় ৯০ বছরের। অপরিবর্তিত ডিজাইন ও নস্টালজিক চেহারার জন্য সবাই কিনতে চান এই মোটরবাইক। আধুনিক প্রকৌশলের সঙ্গে ঐতিহ্য ও ইতিহাসের অনুভূতি জাগিয়ে তোলে এই বাইক। এই বাইক জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হচ্ছে স্থায়িত্ব ও দৃঢ়তা। রয়্যাল এনফিল্ড বাইক তাদের শক্তিশালী কাঠামোর জন্য পরিচিত।
ভারী ধাতুর কাঠামো ও শক্ত ফ্রেম কঠিন পরিস্থিতিতে এই বাইককে টিকিয়ে রাখে। লম্বা ভ্রমণের জন্য এই বাইক দারুণ এক সঙ্গী। পথের অবস্থা যা–ই হোক না কেন, বাইকারদের কাছে পরম ভরসার নাম রয়্যাল এনফিল্ড। এই বাইক বিভিন্ন অ্যাডভেঞ্চার ট্যুরে বেশ ব্যবহৃত হয়।
রয়্যাল এনফিল্ড মোটরবাইক পাহাড়-পর্বতে অভিযানের জন্য অভিযাত্রীদের কাছে খুব জনপ্রিয়। এনফিল্ড চালকেরা বিশ্বব্যাপী নিজেদের শক্তিশালী কমিউনিটির সদস্য হিসেবে মনে করে। ‘রাইডিং ব্রাদারহুড’ ধারণার জন্য চালকেরা এই বাইক কেনার দিকে ঝোঁকে বেশি। এটা অনেকের কাছে যতটা না বাইক, তার চেয়ে বেশি আবেগ বলা হয়। এ ছাড়া রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ করা তুলনামূলকভাবে সহজ।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইক সংযোজন ও বাজারজাত করছে ইফাদ মোটরস লিমিটেড। বাজারে রয়্যাল এনফিল্ডের হান্টার, ক্ল্যাসিক, বুলেট ও মিটিওর নামের চারটি মডেল পাওয়া যাবে। হান্টার মডেলের মোটরবাইকটির দাম ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্ল্যাসিক ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেট ৪ লাখ ১০ হাজার টাকা ও মিটিওর ৪ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রং, বিভিন্ন সুবিধা যুক্ত করার জন্য বাড়তি অর্থ গুনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।